নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টো শিশু, নারী পুরুষসহ অন্তত ৩৮জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক।বুধবার দুপুর দিকে সেবারহাট পশ্চিম বাজারে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে ফেনীর উদ্দেশ্যে চৌমুহনী থেকে সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। বাসটি সেবারহাট পশ্চিম বাজার এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি সিএনজিকে অতিক্রম (ওভারটেক) করতে গেয়ে উল্টে যায়। এতে বাসে থাকা শিশু, নারী পুরুষসহ অন্তত ৩৮জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ছুঁটে এসে বাসের ভিতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে এক নারী যাত্রীর অবস্থা আশংকাজনক।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নোয়াখালীতে বাস উল্টে আহত-৩৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধা সদর উপজেলার কামারজানীতে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া কিশোর নিলয় এর লাশ ২৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে মরদেহ উদ্ধার করে ডুবুররি দল।
বৃহস্পতিবার দুপুরে কামারজানি ইউনিয়নের কাউন্সিলের বাজার এলাকাযর ব্রহ্মপুত্র নদে থেকে নিলয়(৭) নিখোঁজ হয়। নিহত নিলয় গো-ঘাট গ্রামের রেজাউল করিমের ছেলে। সে কামারজানি মার্চেন্ট স্কুলের ছাত্র ছিল।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার তার মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধার ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরের মরদেহ২৫ ঘন্টা পর  উদ্ধার

ফেসবুকে আমরা