কানাইঘাটে ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তোলে ধরে আলোচনা সভা

কানাইঘাট প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তোলে ধরে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেনের পরিচালনায় ৭ই মার্চের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, দক্ষিন বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ। বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তোলে ধরে বক্তারা বলেন, সারা বিশে^র স্বাধীনতাকামী মানুষের মধ্যে যুগযুগ ধরে প্রেরনা যোগাবে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ। ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দিয়ে ছিলেন তার সেই ভাষণের প্রতিটি শব্দ পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম। তারই আদর্শকে লালন করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা