বাংলাদেশে দুই ডাক্তারসহ চারজন করোনা ভাইরাসে আক্রান্ত

ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশে দুজন চিকিৎসকসহ আরো চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর-এ তথ্য জানিয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৪৮ জন, মারা গেছেন ৫ জন।আক্রান্ত দু’জন চিকিৎসক করোনভাইরাস আক্রান্ত রোগীদেরে চিকিৎসা দিয়েছিলেন।নতুন করে আক্রান্তদের মধ্যে একজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১ থেকে ৪০ এর মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ এবং অপরজন ৫১ থেকে ৬০’এর মধ্যে।এদের মধ্যে দু’জন ঢাকার, আর দু’জন ঢাকার বাইরের।

দু’জনের মধ্যে অন্যান্য রোগের উপসর্গ থাকলেও নতুন শনাক্ত চারজনের কারো মধ্যেই জটিলতা নেই বলে জানিয়েছে আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ই মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর। বুধবার প্রথমবারের মত সংস্থাটি জানায় যে ঢাকায় সীমিত আকারে কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা