নবীগঞ্জে অগ্নিকান্ডে ৯ টি দোকান পুড়ে ছাঁই।। ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোড হিরামিয়া গালস হাই স্কুলের পাশে অবস্থিত দারুল উলুম মাদরাসা ও এতিমখানা মার্কেটে বুধবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে। এ ঘটনায় ৯ টি দোকান পুড়ে ছাঁই হয়। এতে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় এই মার্কেটে অবস্থিত ডিভাইস ইলেকট্রনিক ওয়ার্কসপের ব্যবসায়ী দিপু মিয়ার দোকানের দেরলাখ টাকার মালামাল, বিছমিল্লাহ ষ্ঠীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ২ লাখ টাকার মালামাল, আলী ট্রেডাস এর তিনটি রিক্সা, একটি মোটরসাইকেল,ডিল মেশিন, ওয়ালডিং মেশিন, পেসার মেশিনসহ ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েছে। এছাড়া আর ও ৬ টি দোকানসহ মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, প্যানেল মেয়র ১ এটিএম সালাম, নবীগঞ্জ থানার একদল পুলিশ ফোর্সসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। ভোর রাতে নবীগঞ্জ দারুল উলুম মাদরাসা ও এতিমখানার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার হাত বাড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সুশীল সমাজ। এব্যাপারেনবীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা ফায়ারম্যান ইসমাঈল হোসেন বলেন, অগ্নিকান্ডের সুত্রপাত কীভাবে হয়েছে সঠিক বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি বিদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ড হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা