নবীগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষহলো শারদীয় দুর্গোৎসব

সংবাদদাতা: নবীগঞ্জে ধর্মীয় ভাবম্ভীর ও উৎসব মুখর পরিবেশে প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে শারদীয় দর্গোৎসব সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত উপজেলার ১৩ টি ইউনিয়নে ৮৮টি ও পৌরসভায় ৮টি মিলে ৯৬টি পূজা মনন্ডপের প্রতিমা করগাঁও ইউনিয়নের মাধ্পুর গ্রামের নিকটে পিংলি নদীর ঘাট সহ বিভিন্ন স্থানে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের সময় সেখানে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ সমবেত হয়ে উলুধর্নী ও বাধ্যযন্ত্রের তালে দুর্গাদেবীকে বিসর্জন দিতে দেখা যায়। প্রতিমা বিসর্জনের সময় আইন শৃংখলা পরিস্থিতি তদারকী সহ হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মুলেন্দু দাশ রানা,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেনসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। থানার ওসি ইকবাল হোসেন বলেন, কোন ধরনের বিশৃংখলা ছাড়াই উপজেলার প্রতিটি মন্ডপে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে। পুলিশ ও আনসার সদস্যরা প্রতিটি মন্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মুলেন্দু দাশ রানা ধর্র্মীয় সম্প্রীতির মাধ্যমে দুর্গা উৎসব সমপন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ রাজনৈতিক মহল, সাংবাদিক সহ সবাইকে শুভেচ্ছা জানান। প্রতিমা বিসর্জন শেষে সন্ধা সাড়ে ৭টায় নদীর ঘাটে উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী শাহ নওয়াজ মিলাদ। এ সময় তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা সুন্দরভাবে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপক প্রশাসনিক ব্যবস্থা হাতে নিয়েছেন। উৎসব উপলক্ষ্যে এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে বলে আমি আশা করি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্ত তৌহিদ বিন হাসান,নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,জেলা পরিশ সদস্য সুলতান মাহমুদ প্রমূখ। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা