ভৈরবে মুক্তিযোদ্ধা কোটা পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

মোঃ জামার মিয়া,ভৈরব (কিশোরগঞ্জ ) প্রতিনিধি॥মুক্তিযোদ্ধা কোটা পূর্ণবহালের দাবিতে ভৈরবে মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আয়োজনে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি পেশ করা হয়েছে । (১৮ এপ্রিল) বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয় ।

এ সময় মানব বন্ধনে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ,যুদ্ধকালীন কমান্ডার আঃ হামিদ,মুক্তিযোদ্ধা ছিদ্দিক মিয়া,মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি এম.আর সোহেল প্রমূখ । এ সময় মুক্তিযোদ্ধারা বলেন বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পিিরস্থিতি সৃষ্টির জন্য চক্রান্ত করে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ষড়যন্ত্র করছে । দেশ থেকে রাজাকার উৎখাত করতে হবে ।

কারন মুক্তিযোদ্ধাদের অবদানের জন্য আজ এ দেশ স্বাধীন হয়েছে ।পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় ।

বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সালের কাছে একটি স্মারক লিপি পেশ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা