সুনামগঞ্জ জেলা আজ থেকে অনির্দিষ্ট কালের লক ডাউন

সুনামগঞ্জ প্রতিনিধি: জেলায় কভিড ১৯ এর সংক্রামণ ঠেকাতে সুনামগঞ্জ জেলাকে লক ডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ। আজ বিকেল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় লক ্ডাউনের ঘোষণা দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শামছ উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান ,পৌর মেয়র নাদের বখতসহ জেলা প্রশাসন, সামরিক বাহিনীর,স্বাস্থ্য বিভাগের  উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে সিলেট, হবিগঞ্জ জেলায়  করোনা রোগী সনাক্ত করা হয়েছে। সুনামগঞ্জেও আজকে একজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। তাই জেলা কভিড নিয়ন্ত্রন কমিটির সিদ্ধান্ত ক্রমে সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ১১ এর ১,২ ও ৩ ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলাকে অবরোদ্ধ (লকডাউন ) করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। এ লক্ষ্যে নৌপথে ও সড়ক পথে কেউ প্রবেশ প্রস্থান করতে পারবেন না। আন্ত উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধ বলবৎ থাকবে। সকল ধরনের গণ পরিবহণ, গণ সমাগম বন্ধ থাকবে। জরুরি পরিসেবা ও কৃষি পণ্য পরিবহন ও কৃষি কাজে নিয়োজিত সেবা, খাদ্য দ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি লক ডাউনের আওতা মুক্ত থাকবে। জনস্বার্থে জারিকৃত সকল আদেশ বহাল থাকবে। আজ বিকেল ৫ টা থেকে এটি কার্যকর হবে। আগামী ঘোষণা না দেয়া পর্যন্ত লক ডাউন অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা