ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন’র আজ দ্বিতীয় দিন

ডেস্ক নিউজ :: ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) ১৪৪তম সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ৯ সদস্যের প্রতিনিধিদল। আজ ২১ মার্চ সোমবার ছিলো সম্মেলনের দ্বিতীয় দিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর নেতৃত্বে প্রতিনিধি দলের রয়েছেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, সৈয়দ আবু হোসেন, খান আহমেদ শুভ, বাসন্তী চাকমা ও কানিজ ফাতেমা আহমেদ এবং সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব গৌতম কুমার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব (উপসচিব) চৌধুরী মো. হামিদ আল মাহবুব।
গতকাল ২০ মার্চ রবিবার  থেকে অনুষ্ঠিত  আইপিইউ সম্মেলন  ২৪ মার্চ   পর্যন্ত  চলবে।
এই সম্মেলনে প্রতিনিধিদলের সদস্যগণ জলবায়ু পরিবর্তন, টেকসই বিশ্বশান্তি এবং শিক্ষাখাতে মহামারীর সময়সহ অন্যান্য সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগসহ বিভিন্ন এজেন্ডা ভিক্তিক আলোচনা করছেন।
এছাড়া অন্যান্য দেশের সংসদ সদস্যদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করছেন বলে জানা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা