কানাইঘাটে অভিষ্ট বাস্তবায়ন কর্মশালা সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে স্থানীয় উপজেলা প্রশাসন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোঃ আসলাম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সুলতানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম প্রমূখ।

জানা যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার জাতি সংঘের ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর রয়েছেন। যার কারনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভানেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) নানামূখী কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন “ টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় “আমার গ্রাম আমার শহর ” আদর্শকে ধারণ করে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। সরেজমিনে দেখা যায় ডালিয়া, ক্যামেলিয়া, জবা, সূর্যমুখী, টিউলিপ, পদ্ম, শাপলা, জুই, গোলাপ ও রজনীগদ্ধা নামে ৫জন করে ১০টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন পেশার লোকজন এ কর্মশালায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা