কানাইঘাটে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ “সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” তথ্য অধিকার সংকটে হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে কানাইঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের সভাপতিত্বে তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সজীব সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবুল হারিছ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী আব্দুল আউয়াল, ইউপি সচিব নজমুল ইসলাম চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ, মাস্টার আলিম উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন, সরকার সকলকাজে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন বাস্তবায়ন করেছেন। সরকারের যে কোন দফতরের সুযোগ-সুবিধা সহ সব ধরনের তথ্য আদান প্রদান সহ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য বদ্ধ পরিকর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্যোসাল মিডিয়ায় অপপ্রচার রোধ করতে আমাদের সবাইকে যাচাই বাছাই করে সঠিক তথ্য তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা