কানাইঘাটে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তির দাফন সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি:: আজ মঙ্গলবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী কানাইঘাটের তৈয়ব আলী জানাজার নামাজ পরবর্তী দাফন সম্পন্ন হয়েছে। কানাইঘাট সদর ইউপির বীরদল ছোটফৌদ গ্রামের মৃত বাজিদ আলীর পুত্র তৈয়ব আলী (৭৫) কানাইঘাটে প্রথম ব্যক্তি যিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। আজ মঙ্গলবার বিকেলে সিলেট থেকে একটি বিশেষ এ্যাম্বুলেন্সে করোনায় মারা যাওয়া তৈয়ব আলীর লাশ নিজ বাড়িতে আনা হয়। তারপর স্বাস্থ্যবিধি মেনে তৈয়ব আলীর গোসল শেষে বিকেল সাড়ে ৪টায় বীরদল ছোটফৌদ জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তৈয়ব আলীর জানাযার নামাজের ইমামতি করেন, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির। জানাজা ও দাফন কাফনে অংশ নেন মাও. আসাদ উদ্দিন, মাও. হারিছ উদ্দিন, মাও. বদরুল ইসলাম রাজু, হাফিজ বুরহান সহ তৈয়ব আলীর পরিবারের লোকজন। এ সময় কানাইঘাট থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিল। সামাজিক দূরত্ব বজায় রেখে তৈয়ব আলীর স্বজনরা তার লাশ দেখেন বলে জানাজায় অংশগ্রহনকারীরা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ মে তৈয়ব আলীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। একপর্যায়ে তৈয়ব আলীর সার্বিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আজ মঙ্গলবার ভোর ৫টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে গতকাল সোমবার পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। তার মধ্যে ১ জন সুস্থ এবং ১ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা