কানাইঘাটে করোনা আক্রান্ত মাসুকের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ

কানাইঘাট প্রতিনিধি :: কোন ধরনের উপসর্গ ছাড়াই করোনা পজেটিভ রিপোর্ট আসায় কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের আরজান আলীর ছেলে মাসুক উদ্দিনের স্ত্রী ও ছেলে-মেয়ে ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদের নেতৃত্বে একটি মেডিকেল টিম করোন আক্রান্ত মাসুক উদ্দিনের বাড়িতে যান ও তার চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন সহ স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন।
ডাঃ শরফুদ্দিন নাহিদ জানান, পজেটিভ রিপোর্ট আসা মাসুক উদ্দিন সুস্থ আছেন। তার জ¦র-সর্দি-কাশি ও গলা ব্যাথা নেই। শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আমারা তাকে চিকিৎসা প্রদান করে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখেছি এবং তার স্ত্রী সহ ৪ ছেলেমেয়ের নমুনা সংগ্রহ করেছি। মাসুকের এক মেয়ে তার মামারবাড়িতে থাকায় দু’একদিনের মধ্যে তার নমুনা সংগ্রহ করব এবং মাসুক আহমদের পরিবারের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করা হবে। তিনি বলেন, আজ বুধবার হাসপাতালে আরো ১১ জনের নমুনা আমরা নিয়েছি। করোনার সংক্রমণের পর থেকে এ পর্যন্ত হাসপাতালে ১৪৬ জনের নমুনা আমরা নিয়েছি, এরমধ্যে ৭৪জনের রিপোর্ট পেয়েছি। মাসুক আহমদ ও ফারুক আহমদের রিপোর্ট পজেটিভ ও অন্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা হাসপাতালে নমুনা দিতে চান তাদেরকে প্রত্যেকদিন দুপুর ১২টার মধ্যে হাসপাতালে আসার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা