কানাইঘাটে প্রশাসনের করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ

কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা :: নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনসাধারনকে সচেতন করার জন্য কানাইঘাট পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য নির্দেশিকা লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকেল ৩টায় অফিসপাড়া থেকে সঠিক ভাবে হাত ধোয়া কর্মসূচীর পরবর্তীতে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
লিফলেট বিতরন কালে নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান স্থানীয় সাংবাদিকের বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে জনগণকে সচেতন করার জন্য সরকারী নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সব ধরনের প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক মহল প্রশাসনের প্রতিটি কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছেন। সম্প্রতি বিশে^র বিভিন্ন দেশ থেকে আসা কানাইঘাটের প্রবাসীদের তালিকা তৈরী করে তাদেরকে হোম কোয়ারিন্টাইনে রাখা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হটলাইন খোলা হয়েছে। করোনা ভাইরাস সন্দেহ হলে প্রয়োজনে আইইডিসিআর এর ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১ নাম্বারে যোগাযোগ অথবা প্রবাস ফেরতদের তথ্য প্রদান ও চিকিৎসার পরামর্শের লক্ষ্যে ০১৭৩০৩৩১০৩৮ ও ০১৮৫৫৪৪৪৪৯ নাম্বারে ফোন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা