গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে চক্ষু শিবির অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে চক্ষু শিবির ও চিকিৎসা সেবার আয়োজনে প্রায় ১হাজার রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আউশকান্দি ইউনিয়নের ইউসুপ নগরস্থ রহমান কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ নেহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন শেষে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হিফজুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম, ফুল মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল গাপ্পার, সৈয়দ সাদেক আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক মুকুল, ইউপি চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, সাইম উদ্দিন, হবিগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির পরিচালক হাজী শাহ মুস্তাকিন আলী প্রিন্স, সাবেক পরিচালক শফিউল আলম হেলাল, খোরশেদ চৌধুরী, নবীগঞ্জ বিএনপির আহব্বায়ক মুজিবুর রহমান সেফু, আলহাজ্ব হেলাল আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা হাজী আব্দুল হামিদ নিকছন, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল সহ আরো অনেকেই। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল এস নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, উক্ত চিকিৎসা সেবায় চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সিবিল সার্জন ডাক্তার শফিকুর রহমান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডাক্তার এস এম হাবিবুল্লাহ সেলিম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কান, কান ও গলার সহকারী অধ্যাপক নুরুল হুদা নাঈম, ঢাকা এক্স পি.জি হাসপাতালের অর্থোপেডিক্স এন্ড টমা বিশেষজ্ঞ ডাক্তার এন ইসলাম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালের ডাক্তার খাদেমুল এহছান, সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অবিএস এন্ড গাইনি বিশেষজ্ঞ ডাক্তার শামিরা খানম, সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজের এম.বি.বি.এস ডাক্তার আছমা শারমিন রিমু। চক্ষু শিবিরে প্রায় ৫শত জন রোগীকে বিনামূল্যে পরিক্ষা নিরিক্ষা শেষে ঔষধ ও চসমা প্রদান করা হয়। এর মধ্যে চক্ষু অপারেশনের জন্য আরো ৫০জন রোগীকে মৌলভীবাজার মাতারকাপন হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়াও প্রায় এক হাজার রোগীদেরকে সাধারণ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা