জগন্নাথপুরে গাফিলতি ও অনিয়মের অভিযোগে তিন পিআইসির সভাপতি আটক

জগন্নাথপুর সংবাদদাতাঃ: জগন্নাথপুরের নলুয়া হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে গাফিলতি ও অনিয়মের অভিযোগে তিন পিআইসির সভাপতিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, নলুয়া হাওরের ২৫ নম্বর পিআইসির সভাপতি চিলাউড়া গ্রামের আনোয়ার হোসেন, ৯৪ নম্বর পিআইসির সভাপতি চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইউপি সদস্য স্বজনশ্রী গ্রামের বাসিন্দা সুলতান মিয়া ও ২১ নম্বর পিআইসির সভাপতি চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ইউপি সদস্য চিলাউড়া গ্রামের রুবেল মিয়া।

সোমবার বিকেলে উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওরে অভিযান চালিয়ে পুলিশ ওই তিন পিআইসির সভাপতিকে আটক করে।

এদিকে, হাওরে পুলিশের অভিযানে বাঁধের কাজে নিয়োজিত পিআইসিদের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। প্রসঙ্গত, বোরো ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়মের অভিযোগে এর পূর্বে আরও ৫ পিআইসির সভাপতিকে আটক করে মুচলেকা আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁধের কাজে অনিয়ম থাকায় তাদেরকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা