জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এম এ মান্নানের নির্বাচনী গণসংযোগ ও পথসভা

জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নৌকা নির্বাচনী প্রচারণা ও গণ গণসংযোগ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

শুক্রবার দিনব্যাপি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘেরকান্দি, হিলালপুর, রৌয়াইল বাজার, বালিশ্রী, নোয়াগাঁও, আলমপুর, রানীগঞ্জ বাজার, নারিকেলতলা, ভবানীপুর গ্রাম সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি অর্জনে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহবান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষের মুখে হাসি ফুটানো। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়ার জন্যই দেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা মানুষ ও দেশের সেবায় কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ সহ পুরো জেলা ব্যাপী উন্নয়নের গন জোয়ারকে ধরে রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট প্রদানে জনগনের প্রতি অনুরোধ জানান।

রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মধ্য বাজারে নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে। রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা. ছদরুল ইসলাম পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাসেম, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাবুর রহমান সমুজ। নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান, পৌর সভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের মজনু প্রমুখ।

দিন ব্যাপী নির্বাচনী সভায় উল্লেখিত অতিথিগন বক্তব্য রাখেন। প্রচারণা ও গণ গণসংযোগে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মী সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা