জবি সাংস্কৃতিক কেন্দ্রে সদস্য সংগ্রহ চলছে

মামুন শেখ জবি প্রতিনিধি : :সুস্থ ধারার সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র। বছরের শুরুতে জবিসাকে সদস্য সংগ্রহ চলছে। গান,আবৃত্তি,নাটক,অভিনয়, নাচ,চিএাঙ্কন,যন্ত্রসসংগীত বিষয়ে আগ্রহীদের মাঝে সদস্য ফরম বিতরণ চলছে।ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
সদস্য ফরম পাওয়া যাবে শান্ত চও্বর এবং অবকাশ ভবনের চতুর্থ তলায় জবিসাকেতে।
এ বিষয়ে জবিসাকের সাধারণ সম্পাদক নাজমুল হুদা বলেন, “শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের একটি গুরুতত্বপূর্ণ প্লাটফর্ম জগন্নাথ  বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র।এখানে বিভিন্ন বিষয়ের উপর দক্ষ প্রশিক্ষক দ্বারা কর্মশালার মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হয় এছাড়া সংস্কৃতি চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থীর বিকাশে জবিসাকে সবসময় পাশে থাকে”
সংগঠনের সভাপতি আহসান মুকুল বলেন,”জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন অনুষ্ঠান করে ইতোমধ্যে আলোচিত হয়েছে।আশাকরি আগামীদিনে এধারা অব্যাহত থাকবে “
উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সংগ্রহ চলবে জানুয়ারি মাসের ১৮ তারিখ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা