দোয়ারাবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এনামুল কবির(মুন্না):: মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’-এই স্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পালিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে বৃহস্পতিবার(২ জানুয়ারি)সকালে একটি র‍্যালি উপজেলা সদরের সকল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা.মো. আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা,দোয়ারাবাজার মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি জিয়া উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের গোপনীয় শাখার সহকারী সফিকুর মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলে শপথবাক্য পাঠ করে মাদকদ্রব্য পরিহার করার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা