দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি : হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দোয়ারাবাজার উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল এগারোটায় হাওর বাঁচাও আন্দোলন দোয়ারাবাজার উপজেলার ব্যানারে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের ধীরগতি, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন সুসকের সভাপতি আশিস রহমান’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবাদী কৃষক নেতা আব্দুল আওয়াল, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব এনামুল কবির মুন্না, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বিএনপি নেতা জামসিদ আলী, রবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমিতির সদস্য জালাল উদ্দিন, কৃষক আলা উদ্দিন, ফরিদ আলী, আব্দুল হামিদ, কালা মিয়া, সুজন মিয়া, হাছন আলী দুখু মিয়া প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছেনা। চলতি মাসের ২৮ তারিখে ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখনো অনেক পিআইসিতে কাজই শুরু হয়নি। নির্ধারিত সময়সীমার মধ্যে বাঁধের নির্মাণ কাজ শেষ না হলে আবারও অকাল বন্যায় হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেক জায়গায় প্রকৃত কৃষকদের পিআইসিতে রাখা হয়নি। আবার অনেক এলাকায় প্রয়োজনীয় বাঁধ রেখে অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে। ফসল রক্ষা বাঁধের কাজের ধীরগতি, অনিয়ম ও দুর্নীতি রুখতে প্রশাসনকে আরো সচেষ্ট হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা