নদী বাচাঁতে মেঘনায় গোসল উৎসব

মোঃ জামাল মিয়া, ভৈরব (কিশোরগঞ্জ ) প্রতিনিধি:স্রোতস্বিনি মেঘনা নদী বাচাঁতে ভৈরবে ত্রি-সেতু এলাকায় গোসল উৎসব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ এপ্রিল)  সকালে এই উৎসবের আয়োজনে করে স্থানীয় পরিবেশবাদী ও সেচ্ছাসেবী সংগঠন ‘দি ব্ল্যাকহোল এসোসিয়েটস।

এতে সমাজ কর্মী, ছাত্র ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেয়। এসময় উৎসবে আমন্ত্রিতদের বাঙ্গালীর ঐতিহ্য মুড়ি, মুরকি ও চিনির তৈরী মিষ্টি ঘোড়া দিয়ে আপ্যায়ন করা হয়।

এছাড়া গোসল উৎসবের শুরুতেই মেঘনার পাড়ে দাড়িয়ে নদী দূষণ বন্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লে-কার্ড নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে যাবার চেষ্টায় মেঘনার স্বচ্চ পানিতে লুঙ্গি গামছা নিয়ে গোসল উৎসবে ঝাপিয়ে পড়ে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা