নবীগঞ্জে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আশাহীদ আলী আশা:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী শাহ আমিনুল ইসলাম নজরুল এর পক্ষ থেকে দরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নবীগঞ্জ-বাহুবলের সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। শনিবার (৬ জুন) দুপুরে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ-আগনা গ্রামের মৃত শাহ আব্দুল হক মাস্টার এর পুত্র নজরুল ইসলামের বাড়িতে (মাস্টার সাহেব এর নাতি শাহ মোঃ সাইফুল ইসলাম)এর সহযোগিতায় এলাকার দরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে চাল,ময়দা,পিঁয়াজ,তেল, সাবান সহ বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার স্বরূপ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। উপস্থিত ছিলেন, ২নং পূর্ব বড় ভাকৈর ইউপি আওয়ামিলীগের সভাপতি আক্তার হোসেন ছুবা। ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, কাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি আব্দাল মিয়া। (উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও গীতিকার মাক্কু আহমেদ চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা, ইনাতগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ জিল্লুর রহমান, সাবেক মেম্বার আবুল বাশার। আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক ও আইনজীবী ফরিদ আহমদ শিকদার, দৈনিক ইনাতগঞ্জ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সম্পাদক আলী জাবেদ মান্না, এন টিভি নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু। ২নং ইউপি যুবলীগ নেতা বিল্লাল আহমেদ, সমাজ সেবক ফরজুল মিয়া,সামছুল মিয়া,অজুদ মিয়া,বজলু মিয়া সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগনের উপস্থিততে শাহ নজরুল ইসলাম বলেন, একটি মধ্যবিত্ত দেশ হিসেবে সরকার যে পরিমাণ সহযোগিতা করতেছে তা আমাদের দেশের তুলনায় অনেক। জনসংখ্যাবহুল দেশে সরকারের পক্ষে একা তা সামলানো সম্ভব নয় তাই দেশ-বিদেশের বিত্তশালীদের দেশের মানুষও সরকারের পাশে থাকার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে শাহনওয়াজ মিলাদ গাজী এমপি সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়ে মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ সরকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ এবং উপহার সামগ্রী কবুলের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা