নবীগঞ্জে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন

আলী জাবেদ মান্না::মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ক’ তালিকার ভূমিহীন ও গৃহহীনদের ২য় পর্যায়ে গৃহ প্রদান সারা দেশের ন্যায় নবীগঞ্জেও শুভ উদ্বোধন হয়েছে।বিগত ২০২০ সালের ৭ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছিলেন যে, দেশের একটি মানুষও গৃহহীন বা ভুমিহীন থাকবে না। সারাদেশে ভূমি ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২ পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার এরই ধারাবাহিকতায় ২য় পর্যায়ে মোট সারা দেশে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান উপলক্ষে নবীগঞ্জ উপজেলায় ২য় পযায়ে ৬০ জন উপকার ভোগি ভূমি ও গৃহহীন পাচ্ছেন তাদের নতুন ঠিকানা। (২০ জুন) রোববার সকাল সাড়ে ৯টায় সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের সার্বিক তত্বাবধানে এবং পজিপ কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠিত জমিসহ গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদে, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী ও সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাব্বির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আল-আসিফ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ জাকারিয়া, পল্লী বিদ্যুতের ডিজি এম, আলীবর্দি খান সুজন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফৌরদৌসী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা খাদিজা ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা: নিজামুল হক, একাডেকিম সুপার ফাইজার শাহনাজ ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দা সইফা রহমান কাকুলী প্রমুখ। অনুষ্ঠানে ৬০টি পরিবারের মধ্যে স্বামী-স্ত্রীকে তাদের জমির প্রয়োজনীয় কাগজপত্র গৃহ প্রদান করা হয়। কোরআন তেলাওয়াত করেন মাও: কাজী ফিরোজ রশিদ ও গীতা পাঠ করেন সুকেশ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা