নবীগঞ্জে ব্যাংক কর্মকর্তা ও নার্সসহ করোনায় পজিটিভ

আশাহীদ আলী আশা:: নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ করোনায় পজিটিভ আরো দু’জন শনাক্ত হয়েছেন। এরমধ্যে (১ মে) নারায়ণগঞ্জ ফেরত ৫ শ্রমিক ও ১ স্বাস্থ্য কর্মী করোনায় পজিটিভ রিপোর্ট আসে। ৫ মে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ আক্রান্ত হন ৩ জন। ৯ মে করোনায় আক্রান্ত পজিটিভ আসে আরো একজন। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনায় পজিটিভ মোট ১২ শনাক্ত। ১০ মে করোনায় দু’জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কুমার কিশোর সাহা। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, করোনা ভাইরাস সন্দেহে নবীগঞ্জ সোনালী ব্যাংক শাখার সকল কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। এরমধ্যে ১০ মে রিপোর্ট আসলে ব্যাংকের এক কর্মকর্তার করোনা পজিটিভ আসে। মে মাসের শুরুতেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চরম আতঙ্ক আর উৎকন্ঠা বিরাজ করছে উপজেলাবাসীর। করোনায় আক্রান্তরা নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ। (১ মে) করোনায় শনাক্ত ব্যক্তিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা