নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীকে ৩ মাসের জেল

আশাহীদ আলী আশা:: নবীগঞ্জের আউশকান্দিতে ইয়াবা ও গাঁজাসহ সিনবাদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ৷ পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, আকটকৃত যুবক দীর্ঘদিন যাবৎ আউশকান্দি এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে বেপড়োয়া হয়ে উঠেছে একটি চক্র। এই চক্রের সদস্য সিনবাদ তার বিরুদ্ধে রয়েছে চোরাইকৃত মোটরসাইকেল বেচাকেনা ও পাচরের ও গুরুতর অভিযোগ। গতকাল সোমবার সন্ধ্যারাতে নবীগঞ্জ থানার এসআই ফখরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একদল পুলিশ নিয়ে আউশকান্দি বাজারের একটি চায়ের দোকানে সামনে তার শরীরে তল্লাশি করে ১২টি ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া গাঁজা সহ তাকে আটক করা হয়। আটককৃত সিনবাদ দীর্ঘদিন যাবত আউশকান্দি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। পরে তাকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড, ৫শ টাকা জরিমানা দেওয়া হয়। এলাকার সচেতন মহলের দাবী মাদক সিন্ডিকেটের গড ফাদার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অত্র এলাকার দীঘলবাক ইউনিয়ন সহ প্রত্যন্ত অঞ্চলে বছরের পর বছর ধরে মাদক ব্যবসা করে আসছে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লেও কিছুদিন যেতে না যেতেই আরারে জেলথেকে বাহির হয়ে আবারো গর্জে ওঠে মাদক ব্যবসায়,এতে এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অপরাধ কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ এই মাদক সিন্ডিকেটকে কঠের হস্তে দমন করতে না পারলে ধ্বংসের পথে ধাবিত হবে যুব সমাজ৷ তাই প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা