নবীগঞ্জে মাসুম চৌধুরীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা::হবিগঞ্জ জেলা ফোর ট্রোক অটোরিক্সা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মাসুম চৌধুরীর আকস্মিক মৃত্যুতে তাঁর স্বরনে সমিতির উদ্যোগে শুক্রবার (৪ মে) বিকালে নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর সংলগ্ন ফুলকলির দু’তলায় এক শোক সভা অনুষ্টিত হয়।

হবিগঞ্জ জেলা ফোর ট্রোক অট্রোরিক্সা হিউম্যান হলার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মতিউর রহমান জামাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আশরাফ আলীর উপস্থাপনায় অনুষ্টিত এ শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য ও মরহুম মাসুম চৌধুরীর অগ্রজ এম এ মুনিম চৌধুরী বাবু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, আউশকান্দি ইউপি চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ মোঃ কিবরিয়া আলী, উপজেলা শ্রমিক নেতা মিন্টু চৌধুরী, মালিক সমিতির কোষাদক্ষ মোঃ আশরাফুজজামান, যুগ্ম সম্পাদক ওয়ারিস মিয়া, আউশকান্দি ইমা কাউন্টারের ম্যানেজার মোঃ দুদু মিয়া, আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির আহবায়ক মোঃ মল্লিক মিয়া প্রমূখ। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওত করেন হাফিজ মোঃ সিতার মিয়া।

এছাড়াও শোক সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, হবিগঞ্জ জেলা ফোর ট্রোক অটোরিক্সা হিউম্যান হলার মালিক সমিতির ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্টানে বক্তাগণ, মরহুম মাসুম চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে একজন সৎ, নির্ভিক, ন্যায় পরায়ন, ধার্মিক ও সাদা মনের মানুষ হিসেবে আখ্যায়িত করেন। এবং শোকাহত ও শোক সত্তপ্ত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক সভা শেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হাফিজ মাওলানা মোঃ ফখরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা