নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে জরিমানা

নবীগঞ্জ সংবাদদাতাঃ নবীগঞ্জে মাইক হাতে নিয়ে গতকাল রবিবার দুপুরে বাজার মনিটরিংয়ে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।এ সময় তিনি স্বাস্থ্যবিধি না মানার কারন ১০ জনকে ১৭,৫০০ টাকা জরিমানা করেছেন এবং তিনি মাইক হাতে নবীগঞ্জ বাসীকে সতর্কবার্তা দিয়েছেন।
বাজার মনিটরিংকালে সতর্কবার্তায় ইউএনও  বলেন, সামাজিক দুরত্ব নিশ্চিত করে, স্বাস্থ্যবিধি অনুসরন পূর্বক সীমিত পরিসরে বিকাল চারটা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে। অতিপ্রয়োজন ব্যতীত ঘরের বাইরে যাবেন না। সার্বক্ষণিক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সাবান পানি, জীবানুনাশক ব্যবহার নিশ্চিত করতে হবে। ফুটপাত/রাস্তা দখল করে দোকানের সামনে/দরজা/সাটার এর বাইরে দোকানের কোন মালামাল রেখে ব্যবসা করা যাবে না।
বাজার মনিটরিংয়ে ইউএনওর সাথে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, এস.আই শামছুল, এস.আই ফখরুজ্জামান, এস.আই সম্রাট সহ একদল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা