নবীগঞ্জে ৩টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব ৯ এর অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

বুলবুল আহমদ ॥  নবীগঞ্জ থানায় ৩টি ইট ভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর।

গত ৪ ডিসেম্বর দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল কোম্পানি) এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে সিলেট পরিবেশ অধিদপ্তর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এর সমন্বয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫(৩) ধারা অমান্য করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের কারণে জরিমানা করা হয়।

নবীগঞ্জের কসবা গ্রামের নিউ হিরো ব্রিকস মালিক ফারুক আহমেদ’কে ২ লক্ষ টাকা, চরগাঁও হাফিজ ব্রিকস ফিল্ডের মালিক হেলাল আহমেদ’কে ১লক্ষ ও সুনামগঞ্জ জেলার জ জগন্নাথপুর থানার জালালপুর গ্রামের মৃত হাজি মোঃ সাইফুদ্দিন এর পুত্র ফারুক আহমেদ (৪০)’কে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা