নোয়াখালীতে করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরও ৭ দিন বাড়ল।

নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের সময়সীমা আবারও সাতদিন বাড়ানো হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

এরআগে দুই দফায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ দিন কঠোর লকডাউন দেওয়া হয়েছিল।

করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। ফলে চলমান লকডাউনের সময়সীমা সাতদিন বাড়ানো হয়েছে। আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

তিনি আরও জানান, সদর উপজেলায় সকল ধরনের গণপরিবহন ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার বাস চৌমুহনী চৌরাস্তা অতিক্রম করতে পারবে না।

লকডাউনকৃত এলাকাগুলোতে ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচা বাজার খোলা থাকবে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শর্ত সাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবে না। জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর কাজে নিয়োজিত পরিবহন এবং যানবাহনের পরিষেবা চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা