নোয়াখালীতে কালো রাত ও গণহত্যা দিবসে আলোচনা সভা

নবীন, নোয়াখালী প্রতিনিধি:: বাঙ্গালি জাতির ইতিহাসের নির্মমতম কালো রাত ও গণহত্যা দিবস ২৫ শে মার্চ স্মরণে জেলা প্রশাসন,নোয়াখালী কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এবং এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ।উক্ত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ।আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ।

উক্ত আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ শে মার্চের সেই কালোরাতের স্মৃতিচারণ করেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ। উপস্থিত সকলে শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই কালো রাতে পাক-হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে জীবন হারানো দেশপ্রেমিক ছাত্র,শিক্ষক, পুলিশ বাহিনীর সদস্যসহ আপামর মুক্তিকামী জনগণকে। পরিশেষে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলার আহবান জানান জেলা প্রশাসক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা