নোয়াখালীতে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্স উদ্বোধন

নবীন, নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীতে কিডনি ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের তত্ত্বাবধানে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সে ও নেফ্রোলজি বিভাগের আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয়েছে।কমপ্লেক্সের উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন । আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনি বিভাগের প্রধান, ডায়ালাইসিস কমপ্লেক্সের উদ্যোক্তা, নোয়াখালী জেলা স্বাচিপের সভাপতি ডা: ফজলে এলাহী খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্টিত সভায়  বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, সিভিল সার্জন ডা: মাছুম ইফতেখার, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: মাহবুবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, কিডনি ডায়ালাইসিস ইউনিটের সাথে ১৬শয্যা বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত মডেল কিডনি ওয়ার্ড, হেপাটাইটিস বি ও সি পজিটিভ রোগীদের জন্য ডেডিকেড ডায়ালাইসিস ইউনিট, অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাব, মিনি ওটি, কিডনি রোগীদের স্পেশাল কেয়ার ইউনিট সংযোজন করে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সে রুপান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা