নোয়াখালীতে পুষ্টি বিষয়ক তথ্য প্রচারণার উপর কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের a2i, UNDP এবং GAINও নোয়াখালী জেলা প্রসাশনের যৌথ উদ্দ্যেগে দিনব্যাপি ডিজিটাল সেন্টারের মাধ্যমে পুষ্টি বিষয়ক তথ্য প্রচারণার উপর এক বিশেষ কর্মশালা মঙ্গলবার নোয়াখালী জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।

নোয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রসাশক প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রসাশক (আইসিটি) তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা সিভিল সার্জন ডা. বিধান সেনগুপ্ত, জেলা তথ্য কর্মকর্তা আইসিটি কর্মকর্তা তাজরিন তামান্না ও জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রসাশনের কর্মকর্তা, নোয়াখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, পৌরসভার সচিব, পৌরসভার কমিশনারবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ডিজিটাল সেন্টারের কর্মকর্তা ও সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।

ডিজিটাল সেন্টারের মাধ্যমে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক তথ্য সেবা প্রচারে নাগরিকদেরকে সচেতন করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা