নোয়াখালীতে সরকারী বই পাওয়ার দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী সদর উপজেলার করমুল্যা বাজারের উত্তর শুল্লকিয়া এলাকায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ৩শতাধিক শিক্ষার্থী চলতি বছরের ২মাস পরে ও সরকারী নতুন বই পায়নি। ব্যাহত হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের লেখাপড়া ।

এ দিকে নতুন বই পাওয়ার দাবীতে শনিবার দুপুরে মাদ্রসার সামনে প্রধান সড়কে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করে। মাদ্রাসার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে স্থানীয় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো: জহির মাঝি, মো: রফিক উল্যাহ, রুহুল আমিন, এমরান মিয়া, ইসমাইল মিয়া, আবুতাহের সহ স্থানীয় এলাকাবাসী সহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। তারা সরকারের কাছে নতুন বই পাওয়ার দাবী জানান।

এ ব্যাপারে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন শেখ জানান, এটা আমাদের বিষয় নয়,এটি মাধ্যমিক শিক্ষা অফিসারের বিষয়।

নোয়াখালী ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রেজ্জাকুল হায়দার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এখন ও সব বই পাই নি এ জন্য দেওয়া হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার জানান, কেন বই পায়নি আমি বিষয়টি খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা