বাগেরহাটে বঙ্গবন্ধু গণ পাঠাগারের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি.::খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধু গণপাঠাগারে যুবকরা স্বাধীনতা ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে পারবেন। এছাড়া বই পড়ার মধ্য দিয়ে তারা মাদকসহ নানা অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকতে সহায়ক ভূমিকা পালন করবে এই পাঠাগার ।
শনিবার (দুপুরে) বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজারে বঙ্গবন্ধু গণ পাঠাগার নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।
এসময় রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান নুরুল হক রিপন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ ফকির, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদ, বাইনতলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা