বাগেরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় এক শিশুর পাচ বছরের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটের মোরেলগঞ্জে মাদরাসা শিক্ষার্থী হিরা আক্তার হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলায় হাসান রসিদ মৃধা (১৩) নামের এক শিশুর পাচ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দন্ডের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দন্ডাদেশ প্রাপ্ত হাসান রসিদকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই রায় ঘোষণা করে আদেশ দেন। এই মামলায় আটক অন্য দুই আসামী হাসান রসিদের দাদা মোক্তার মৃধা (৭৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬৫)এর বিচার অন্য আদালতে চলমান । হাসান রসিদ মৃধা মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া প্রামের মোঃ তোফাজ্জেল হোসেন মৃধার পুত্র।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ২ জুলাই বিকেলে মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া প্রামে নিজ ঘরে গাউস শেখ ও নাসিমা বেগম দম্পতির মেয়ে হিরা আক্তারকে হত্যা করা হয়। তারপর আসামীরা বিবস্ত্র অবস্থায় আড়ার সাথে ঝুলিয়ে রাখেন । পওে এ ঘটনায় ৩ জুলাই নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৪ জুলাই হাসান রসিদ, মোক্তার মৃধা ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে পুলিশ প্রেফতার করে । একই বছর ১৮ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোরেলগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ঠাকুর দাস মন্ডল আদালতে চার্জশীট দাখিল করেন। হাসান রসিদের বিরুদ্ধে চার্জশীট দেওয়ায় তার বিচারের জন্য মামলাটি ২৫ নভেম্বর বিচারের জন্য নারী ও শিশু আদালতে প্রেরণ করা হয়। নারী ও শিশু আদালত ২০২০ সালের ১৫ মার্চ অভিযোগটি আমলে নেয়।১৪ সেপ্টেম্বর আদালত আসামী হাসান রসিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পাঁচজন সাক্ষি, ভিকটিমকে পরীক্ষাকারী চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তার সাক্ষি প্রহন শেষে ১৮৬০ সালের দন্ড বিধির ৩০২/৩৪ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় শিশু আইন অনুযায়ী আদালত হাসান রসিদের ৫ বছরের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি রণজিৎ কুমার মন্ডল এবং মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন শেখ বাহাদুর ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা