ভৈরবে নৌকা প্রতীক পেলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সায়দুল্লাহ মিয়া

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥ আসন্ন ভৈরব উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া নৌকা প্রতীক পেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন । গত শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনে অনুষ্ঠিত আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চুড়ান্ত করা হয় । আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে চুড়ান্ত সিদ্ধান্তে ৩য় ধাপের উপজেলা নির্বাচনে ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়াকে নৌকা প্রতীক বরাদ্ধ দেয়া হয় । বর্ষিয়ান এ রাজনীতিবিদ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের আস্থাভাজন এবং প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের পুত্র বর্তমান সাংসদ, বিসিবি ও এসিসি সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠজন ও আস্থাভাজন হওয়ায় নির্বাচনে জয়ের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সাধারন ভোটাররা। এছাড়া ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী হওয়ায় তিনি নির্বাচনে জয়ী হলে এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ কালভাট সহ এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করছেন তারা । দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে প্রতীক বরাদ্দের পর পরই ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মী সভা, সমাবেশসহ নির্বচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন এ প্রবীন রাজনীতিবিদ। নির্বাচনে বিএনপি, জাতীয়পার্টি বা বাম দল থেকে কোন প্রার্থী না থাকায় অনেকটাই জয়ের সম্ভাবনা রয়েছে এ প্রবীণ রাজনীতিবিদের এমনটাই মনে করছে ভৈরববাসী । তবে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন আবুল মনসুর স্বতন্ত্র প্রার্থী এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম অলি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ভৈরব উপজেলায় ২ লাখ ৩৩ হাজার ভোটার রয়েছে । আগামী ২৪মার্চ ৩য় ধাপে এ উপজেলার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা