ভৈরবে পৌর কর্মকর্তা-কর্মচারিদের কর্মবিরতি

জামাল মিয়া ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ রাস্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে ভৈরব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছেন। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভৈরব পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচী পালন করে তারা। এ সময় তারা দাপ্তরিক সকল কাজ বন্ধ রেখে পৌরসভার মূলগেইটে অবস্থান নেন। কর্মসূচী থেকে তারা দাবী করেন, পৌরসভার নিজস্ব আয় থেকে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা প্রদানের যে বিধান রয়েছে, এতে দেশের প্রায় ৮০ ভাগ পৌরসভা তাদের কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা প্রদান করতে পারে না। ফলে দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপনে বাধ্য হচ্ছেন। তারা এ অবস্থা থেকে মুক্তি পেতে সরকারী কোষাগার থেকে তাদেরসহ মেয়র-কাউন্সিলরদের বেতন-ভাতা প্রদান করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তাদের ভাষায় এ ন্যায্য দাবী না মানা হলে আগামীতে তারা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারি এ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: বাদশা আলমগীর, সংগঠনের সহ-সভাপতি ও পৌরসভার সচিব মো: দুলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনোয়াজ আহম্মেদ, সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগম, লাইসেন্স পরিদর্শক মো: আক্তারুজ্জামান প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা