যাদুকাটা নদী থেকে লক্ষাধিক টাকার ভারতীয় কয়লা সহ নৌকা আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুর সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র টহল দল।বিজিবি সুত্রে জানা গেছে,লাউরগড় বিওপির টহলদল রবিবার (২৩ আগস্ট) সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকটতম স্থান হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৮,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করেছে যার আনুমানিক মূল্য ১,১০,৫০০ টাকা।
অপরদিকে,একই দিনে টেকেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ১১৯৯/২-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ১,৩০০ কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকি নৌকা আটক করেছে (বিজিবি) জোয়ানেরা যার আনুমানিক সিজার মূল্য ৬৬,৯০০ টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যটালিয়ন অধিনায়ক মোঃ মাক্সুদুল আলম এই তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করে জানান,আটককৃত ভারতীয় কয়লা ও বারকী নৌকা নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা