র‌্যাব-৯ এর হাতে ২ ভূয়া ডাক্তারের দন্ড

বুলবুল আহমদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি ॥ গোপন সংবাদের ভিত্তিতে
র‌্যাপিড এ্যাকশন বেটালিয়ান র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর
কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর
সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গত সোমবার দুপুর ১টা থেকে ২টা ৩০মিনিট
পর্যন্ত র‌্যাব-৯ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
জানযায়, সিলেট রোডস্থ মৌলভীবাজার জেলার সদর থানাধীন কুসুমবাগ, (রাবেল
পির্টামেন্টালের উপর) অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে ভুয়া ডাক্তার সেজে
প্রতারণার সময় কুমিল্লা জেলার মুরাদনগর থানার ইফসুফ নগর গ্রামের মৃত
খোরশেদ মিয়ার পুত্র মোঃ শফিকুল ইসলাম শান্ত (৪৬) ও তার স্ত্রী খালেদা
আক্তার (৩৫)। তারা দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার সেজে প্রতারণা করে অসছিল
সাধারণ মানুষের সাথে। তাদের ভূয়া কাগজ পত্র, ভূয়া লাইসেন্স জব্ধ করা করে
আটককৃতদের রানিজেদের অপরাধ ভ্রাম্যমাণ আদালত এর সম্মুখে স্বীকার করিলে
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট
মৌলভীবাজারসদর, (ইউএনও ও নির্বাহী ম্যজিস্ট্রেট শফিকুল ইসলাম মেডিক্যাল ও
ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮(১) ও ২৯(১) লঙ্গন করায় মোঃ শফিকুল ইসলাম
শান্তকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও তার স্ত্রী খালেদা আক্তার (৩৫)কে
৫হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, এর পূর্বে এই দুই
ভূয়া ডাক্তারদেরকে মোবাইলকোর্টের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা
হয়েছি। আইনের ফাঁক ফুকির দিয়ে বেরিয়ে এসে আবার তারা তাদের অবৈধ ব্যবসা
শুরু করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা