শতবর্ষী অসহায় বৃদ্ধা ময়েশা বেগমের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধি::দিরাই ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সুনামগঞ্জ জেলা প্রশাসক শাল্লায় পৌঁছলেই এক অসহায় শতবর্ষী বৃদ্ধা এসে সামনে এসে তাঁর নিদারুণ করুণ কাহিনী কথা তুলে ধরেন। শতবর্ষী বৃদ্ধা এ মহিলার নাম ময়েশা বিবি। তিনি ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের মৃত খলিল উল্লার স্ত্রী। বৃহস্পতিবার উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে জেলা প্রশাসকের দেখা পেয়ে আবেগে কেঁদে কেঁদে বলেন বৃদ্ধা ময়েশা বিবি বলেন, কিছু দিন পূর্বে তার একমাত্র ছেলে আহত হয়ে হাঁটাচলা করতে পারছে না, নিজেরও কাজ করার মতো ক্ষমতা নেই। বসবাসের জন্য যে ঘরটি রয়েছে তাতে ছাউনি নষ্ট হয়ে গেছে। রোদ-বৃষ্টিতে পরিবারের সদস্যদের নিয়ে নিতান্তই কষ্টে দিন যাপন করছেন। বর্তমানে শীতের মধ্যে পরিবার পরিজন নিয়ে ঘরে বসবাস করা সম্ভব হচ্ছে না। রোদ-বৃষ্টি ও তীব্র শীত থেকে রক্ষার জন্য বসতঘরটি মেরামতের আবেদন জানান। এ সময় জেলা প্রশাসক আব্দুল আহাদ মনযোগ দিয়ে কথা শুনেন এবং বুঝতে পারেন মহিলা অভুক্ত রয়েছেন। তিনি তাৎক্ষণিক তাকে শুকনো খাবার খাইয়ে দেন। জরাজীর্ণ ঘরটি মেরামতের জন্য নিজের পকেট থেকে প্রদান করেন কিছু আর্থিক সহায়তা। নিজের ব্যক্তিগত ত্রাণ ভান্ডার থেকে প্রদান করেন শীতবস্ত্র। বসতঘরটি সংস্কারের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা