সিরাজগঞ্জে অগ্নিকান্ড।।২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ::ঈদ আনন্দের মুহুর্তে খুশির পরিবর্তে আহাজারি কান্না, হটাৎ সিরাজগঞ্জের বেলকুচিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা বুধবার সকাল ১০ ঘটিকায় বেলকুচি উপজেলার চালা বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে এই আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সবাই যখন ঈদ উৎসব পালনে ব্যস্ত ঠিক তখনই পরিলক্ষিত হয় আগুনের লেলিহান শিখা।

প্রাথমিক ভাবে স্থানীয় জনগন আগুন নেভানোর চেষ্টা করে, না পেরে বেলকুচি ফায়ার সার্ভিসে খবর দেয় এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসে টানা ২ ঘন্টা নিরলস চেষ্টার পর আগুনকে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এসময় সিরাজগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে সহযোগীতা করে। এই অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে যায়। আনুমানিকভাবে প্রায় ২৫ লক্ষাধিক  টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার ওলিউজ্জামান জানান, দোকান বন্ধ ছিল, হটাৎ দোকানের বৈদ্যুতিক মিটারে আগুন ধরে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্বিসের সাহায্যে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে এখানে অনেক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা