সুনামগঞ্জ সদরে অবৈধ ডেজার মেশিন বন্ধের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জে ড্রেজার মিশিন দ্বারা বালু উত্তোলন বন্ধের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহ¯পতিবার দুপুরে ফকিরনগর এলাকাবাসীর আয়োজনে ফকিরনগর নদীর পাড় ভাঙ্গন এলাকায় ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফকিরনগর গ্রামের বাসিন্দা খলিলুর রহমান, রুহিনূর ইমন, লিমন মিয়া, শাহলম মিয়া, সুমন মিয়া, আহাদ মিয়া, সিরাজুল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ডেজার মেশি লাগিয়ে নদীর তীর থেকে বালু তুলছে এতে আমাদের ঘরবাড়ি বিলীনের পথে। শুধু তাইনয় আমরা যদি তাদেরকে অবৈধ ডেজার লাগিয়ে বালু উত্তোলন করতে নিষেধ দেই তাহলে তারা আমাদের পুলিশের ভয় দেখায়। বক্তারা আরো বলেন, অচিরেই যেন ঐ অবৈধ ডেজার মেশিন জব্দ করে আইনের আওতায় আনা হয়। মানববন্ধন শেষে ফকিরনগর গ্রামের অসহায় মানুষ অবৈধ ডেজার মেশিন বন্ধের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, কেউ যদি অবৈধ ভাবে ডেজার মেশিন লাগিয়ে নদী থেকে বালু উত্তোলন করে তাহলে তাকে অব্যশই আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা