সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশ গঠনে দায়িত্ব নিতে হবে-সহকারী পুলিশ সুপার পারভেজ

নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর আলিম মাদ্রাসা ও নাদামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল নবাগত সহকারী পুলিশ সুপার মো: পারভেজ আলম চৌধুরী।

গত শনিবার দুপুরে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদানে অংশ নিয়ে বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কেউ উন্নতি করতে পারেনা। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তোমাদেরকেই দেশ গঠনে দায়িত্ব নিতে হবে। তাই আত্মপ্রত্যয় নিয়ে মনোযোগের সহিত লেখাপড়া চালিয়ে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সামনে এগিয়ে যেথে হবে।

তিনি,ইভটিজিং,বাল্যবিবাহরোধসহ যে কোন ধরণের অপরাধ কর্মকান্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আমাকে অবহিত করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে শিক্ষার্থীদের আশ^স্থ্য করেন। এ সময় পৃথক প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন,ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন,সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান,মোস্তফাপুর মাদ্রাসার সুপার আব্দুন নুর,

নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্বীপ রঞ্জন দাশ,দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী,সিলেটের ডাক,চ্যানেল এস ইউকে টিভি,প্রতিদিনের বানী নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন প্রমূখ।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ ম্যানেজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা