হবিগঞ্জের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের ধুলিয়াখাল শিল্পনগরী সংলগ্ন কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্দ এলাকাবাসী। আজ বুধবার সকালে ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসী হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়ক ও কবরস্থানে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরুব্বী শামছু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া, সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, আব্দুল মান্নার সর্দার, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান খান, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ছামিউল বাছিত, তৈয়ব আলী, অনু মিয়া, ছাবু খান, আজিজুর রহমান, মোঃ ছালেক মিয়া, মেঃ মকসুদ আলী, রূপক খান, ছাদেকুর রহমান, রাখন খান, গিয়াস উদ্দিন মেম্বার, শামিম মিয়া, আব্দুল কাইয়ূম, মালেক মিয়া, মখলিছুর রহমান, শরিফুল ইসলাম, কবির খান, জামাল খান, জিয়াউর রহমান, মুকিত খানসহ ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের সহ্রসাধিক লোকজন অংশ গ্রহন করেন । মানববন্ধন পরিচালনা করেন ইউনূছ মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন-ধুলিয়াখাল শিল্পনগর সংলগ্ন নুরপুর উত্তর মৌজা জেএল নং-৬৪, খতিয়ান নং-০১, দাগ নং-৯২(এসএ)১৭০(আরএস) এর ৩.০৯ একক ভূমিটি শত শত বছর কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসী। ওই কবরস্থানে বীরমুক্তিযোদ্ধাসহ অনেক গুনীজনের দাফন সম্পন্ন করা হয়েছে। কিন্তু সম্পতি জেলা প্রশাসন ওই স্থানটি নিজেদের দখলে নিয়ে অন্য প্রকল্প নির্মাণ করার জন্য সাইন বোর্ড লাগিয়েছেন। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে গ্রামবাসী। মাবনবন্ধনে বক্তারা বলেন-নিজের শরীরে রক্ত থাকতে কবরস্থানের জায়গা অন্য কারো দখলে নিতে দেবে না। আগামী ৪৮ ঘটনার মধ্যে কবরস্থান থেকে সাইড বোর্ড সরানো না হলে ওই দুই গ্রামবাসী বৃহত্তর কর্মসূচি দেবে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা