১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাইফুর,অর্জুন ও রবিউল

ডেস্ক রিপোর্টঃ সিলেটএমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের মামলার ৫ দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামী সাইফুর রহমানসহ ৩ জন। বাকি ২ জন হচ্ছে   অর্জুন লস্কর ও রবিউল ইসলাম।
 শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক জিয়াদুর রহমানের আদালতে সাইফুর ও অর্জুন লস্কর  জবানবন্দি দেয়। প্রথমে অর্জুন ও পরে সাইফুরের জবানবন্দি নেয়া হয়। এছাড়া রবিউলের জবানবন্দি নেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ সাইফুর রহমা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। জবানবন্দি শেষে আদালত রাত সাড়ে ১০টায় তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 এর আগে ৫ দিনের রিমান্ড শেষে এ তিনজনকে আদালতে আনা হয়। আদালতের বিচারক তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিতে রাজি কি না তা জানতে চেয়েছেন, এজন্য তারা কিছু সময় চায়। পরে তারা স্বীকারোক্তি দিতে রাজি হয়। এ তিন আসামি ছাড়াও আলোচিত এ মামলায় এজাহার নামীয়  তারেক আহমদ, শাহ মাহবুবুর রহমান রনি ও মাহফুজুর রহমান মাছুম এবং এজাহারে থাকা রাজন ও  আইনুদ্দিন নামের সন্দেহভাজন দুই আসামিও  ৫ দিনের রিমান্ডে রয়েছেন। তবে তাদের রিমান্ড এখনও শেষ হয়নি।এর মধ্যে রাজন, আইনুল ও মুহিবুর রহমান রনির রিমান্ড শেষে আগামীকাল শনিবার আদালতে তোলার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা দম্পতির স্বামীকে আটকে রেখে রাত সাড়ে ৯টার দিকে কলেজ ছাত্রাবাসে নববধূকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ৬ ছাত্রলীগ নেতা-কর্মীর নামোল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।
সূত্র: সিলেটের সকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা