হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে আলোচনা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সদস্য শংকর পাল।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসর আদিবুর রহমান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমনা ময়না, জেলা কৃষক পার্টির সভাপতি মিজবাহ উদ্দিন, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল।
অনুষ্ঠানে সভাপত্বি করেন জাতীয় ছাত্র সমাজ জেলা সভাপতি জুবায়েদ হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব।

অন্যান্যদের বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ হবিগঞ্জ জেলার সহ-সভাপতি এমএ মতিন চৌধুরী, মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সাগর চৌধুরী, প্রচার সম্পাদক দীপ্ত রায়, অর্থ সম্পাদক রবিন সরকার, ক্রীড়া সম্পাদক গীতম দেব, যুগ্ম ক্রীড়া সম্পাদক শেখ সামছুল হক, পাঠচক্র বিষয়ক সম্পাদক এলআর আফসার প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা শংকর পাল বলেন-জাতীয় ছাত্র সমাজ একটি আদর্শ সংগঠনের নাম। ছাত্র সমাজে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজদের স্থান নেই। পল্লীবন্ধু এরশাদের নীতি আদর্শ ছাত্র সমাজ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই ছাত্র সমাজের পতাকা তলে এসে ছাত্রদের সমবেত হওয়ার জন্য আহ্বান জানান।

পরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজারে গিয়ে শেষ হয়।

হবিগঞ্জে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামে দু’পক্ষের লোকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্রের ফাঁকা গুলি বর্ষনের ফলে এলাকার আতংকের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন লোক আহত হয়েছেন।

আহতরা হলেন, আনসার মিয়া(৬০),হুসমান মিয়া (৫৫),আনসার মিয়া(৫০) সৈয়দ মতিন মিয়া (৪৫),কামাল হোসেন(৩৫),রওশন মিয়া(৪৫) প্রমূখ। আহতদের নবীগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নাদামপুর গ্রামের আনসার মিয়া ও একই গ্রামের রওশন মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত সোমবার বিকেলে উভয়ের লোকদের মধ্যে সংঘর্ষ বাঁধে । প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র-শন্ত্রসহ ইঁপাটকেল ব্যবহৃত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,সংঘর্ষের এক পর্যায়ে আনসার মিয়ার ছোট ভাই লন্ডন প্রবাসী আনহার মিয়া তার লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেন। এ সময় অপর পক্ষসহ এলাকায় আতংকের সৃষ্টি হয়।

সংঘর্স স্থলে আসা অন্য লোকজন ও এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকেন।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) সামছুদ্দিন খাঁন তাৎক্ষণিকভাবে একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রাণপন চেষ্ঠা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন বলেন,সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নবীগঞ্জের ইনাতগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ॥ আহত ১০॥ ফাঁকা গুলি বর্ষন

ফেসবুকে আমরা