জগন্নাথপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :স্বাক্ষরতা অর্জন করি দক্ষ হয়ে জীবন গড়ি এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনে আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি পৌর শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে এসে আলোচনা সভা অনুষ্টিত হয়।

জগন্নাথপুর উপজেলার নিবার্হী অফিসার মো.মাহফুজুল রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো.জয়নাল আবেদীন, হবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন, সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ চন্দ্র তালুকদার প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক প্রধান অরুপ সরকার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষা অফিসের কর্মকর্তা বৃন্দ।

সভায় বক্তাগন বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি বা দেশ উন্নতি সাধন করতে পারেনা। যে জাতি যত উন্নত সে জাতি তত শিক্ষিত। তাই শিক্ষা ক্ষেত্রে দেশকে এগিয়ে নেয়ার জন্য ও নিরক্ষর মুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে টিএলএম কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং জন মানুষের সুবিধার জন্য স্বল্পমূল্যে মোবাইল ফোন তুলে দিয়ে ছিলেন।

বক্তাগন আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষাবিদদের ভুমিকার গুরুত্বারোপ করেন।নতুন উদ্যমে স্বাক্ষর জ্ঞানহীনদের উদ্বুদ্ধ করতে গ্রামগঞ্জে এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে।র‌্যালিতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা