নবীগঞ্জ করোনামুক্ত রাখার চেষ্টায় মাঠে রয়েছে প্রশাসন ও সেনাবাহিনী

আশাহীদ আলী আশা:: করোনা পরিস্থিতিতে নিজের উপজেলাকে করোনামুক্ত রাখার জন্য যুদ্ধে নেমেছেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।গতকাল ১৪এপ্রিল মঙ্গলবার রাত ৮ ঘটিকায় নবীগঞ্জ উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সমন্বয়ে কাজীগঞ্জ বাজার,ইনাতগঞ্জসহ এলাকার বিভিন্ন বাজারে টহল দেন। এতে সেনাবাহিনীর কেপ্টেন আ.স.ম শিহাবুজ্জামান শিহাব ও নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান। রাতদিন গোটা এলাকার খোঁজ-খবর রাখতে মাঠে রয়েছেন তিনি। কখনো সেনাবাহিনী নিয়ে কখনো পুলিশ প্রশাসন নিয়ে দৌড়াচ্ছেন চারদিকে। এখন পর্যন্ত কেউ এই উপজেলায় করোনা আক্রান্ত হননি। উপজেলা চেয়ারম্যান থানা-পুলিশ, সেনাবাহিনী, এসিল্যান্ড, সাংবাদিক, ও সিভিল জনবলকে সাথে নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন তিনি। কেউ যেন করোনার প্রভাবে অভুক্ত না থাকে সেদিকে নজর রেখেছেন সমানতালে। প্রতিদিন ত্রাণ দিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায় নিজ হাতে বিতরণ করতেছেন ত্রাণ সামগ্রী। বাজার মনিটরিং করছেন এবং সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার এসব কাজে নবীগঞ্জ উপজেলার সবাই বেশ অবাক। বিশেষ করে কঠোর প্ররিশ্রমী হিসাবে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, নবীগঞ্জ উপজেলা আমার এলাকা তাই আপনারা ঘরে থাকুন। আমরা আছি মাঠে। আপনাদের ভালোর জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা