ভৈরবে মসজিদে ঢুকে ঈমাম ও মুসল্লি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

জামাল মিয়া,ভৈরব প্রতিনিধি॥ ভৈরবে মসজিদে ঢুকে ঈমাম ও মুসল্লি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি জসিম উদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ । আজ রোববার দুপুরে কালিকাপ্রসাদ বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয় । মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাযায় গেল বছরের ১৬ ডিসেম্বর রোববার কালিকাপ্রসাদ আদর্শ পাড়া খেয়াঘাট জামে মসজিদে মসজিদের ঈমাম (খতিব ) লিল মিয়া,মুসল্লি শফিকুল ইসলাম,ঈসমাইল মিয়া,মুসলিম মিয়া ও লিয়াকত মিয়া এশার নামাজ আদায়কালে সেজদারত অবস্থায় মামলার প্রধান আসামি জসিম মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের একটি দল লাঠি সোঠা ও ধারালো অস্ত্র নিয়ে ঈমাম ও মুসল্লিদের এলোপাথারী মারধোর ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় । এ সময় স্থানীয় লোকজন তাদেও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে । এ ঘটনায় পরের দিন লিল মিয়ার ভাতিজা সাদ্দাম হোসেন বাদী হয়ে জসিম উদ্দিনকে প্রধান অভিযুক্ত করে ১২ জনের নাম উল্ল্যেখ করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করে । মামলা দায়েরের পর ১২ জনের মধ্যে ৯ জন আদালতে হাজির হয়ে জামিন নিলেও বাকি ৩ জন দীর্ঘদিন পলাতক ছিল । এ বিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত ) বাহালুল খান বাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বাকি ২ জনকে অবিলম্বে গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা