কানাইঘাটে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী উদযাপিত

কানাইঘাট প্রতিনিধি::জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দিনভর নানা অনুষ্ঠানমালা উদ্যাপিত হয়েছে। সকার সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শত জন্মবার্ষিকী উদযাপনের নিমিত্তে উপজেলা সদরে সর্বস্তরের মানষের অংশ গ্রহনে বিশাল আনন্দ শুভাযাত্রা বের হয়। শোভাযাত্রা ও র‌্যালিটি প্রশাসন প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিন শেষে প্রশাসন প্রাঙ্গনে অনুষ্ঠান স্থলে এসে মিলিত হয়। আনন্দ শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সুধীজন, বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মৌলিক সাক্ষরতা প্রকল্পের কর্মকর্তা, সুপারভাইজার-শিক্ষকও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে বঙ্গবন্ধু শত জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য সংগ্রামী জীবন এবং সোনার বাংলাদেশ গড়তে এ মহান নেতার চিন্তা চেতনার কথা তোলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশের কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আ’লীগ নেতা আলী হোসেন কাজল, পৌর আ’লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন, সাতবাঁক ইউপির চেয়ারম্যান আব্দুল মন্নান, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহী সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ। বক্তব্য রাখেন, মাস্টার খাঁজা আজির উদ্দিন, কানাইঘাট সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানস্থলে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশ গ্রহনে বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে বড় পর্দায় সরাসরি সম্প্রচার ও বর্ণিল আতশবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা