কানাইঘাটে নিম্নাঞ্চল প্লাবিত

কানাইঘাট প্রতিনিধি ঃ ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের ফলে কানাইঘাটের নিম্নাঞ্চল বানের পানিতে প্লাবিত হয়েছে। কানাইঘাট পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জন দুর্ভোগ দেখা দিয়েছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কানাইঘাট সুরমা নদীর পানি বিপদ সীমার ৭৫ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোভা ও সুরমা নদীর তীরবর্তী এলাকার বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে লোভাছড়া পাথর কোয়ারী দৈনন্দিন কার্যক্রম বন্ধ রয়েছে। ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারনে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে দিঘীরপাড় পূর্ব, সাতবাঁক, বড়চতুল, রাজাগঞ্জ, ঝিঙ্গাবাড়ী, সদর, লক্ষীপ্রসাদ পূর্ব, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নি¤œাঞ্চল বানের পানিতে প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে কানাইঘাটে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। বিশেষ করে টানা বৃষ্টিপাতের ফলে কানাইঘাট পৌর শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। কানাইঘাট উত্তর বাজারে জলাবদ্ধতার কারনে পানি রাস্তায় জমে ব্যবসা প্রতিষ্ঠানও আক্রান্ত হচ্ছে। এছাড়া বড়চতুল, কানাইঘাট সদর ইউনিয়নের পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জন দুর্ভোগের পাশাপাশি ঘর-বাড়ি আক্রান্ত হচ্ছে। বিভিন্ন এলাকায় আউশ ধানের মাঠ প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ জানিয়েছেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারনে কানাইঘাটের নি¤œাঞ্চল প্লাবিত ও সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বৃষ্টিপাত অব্যাহত থাকলে কানাইঘাটে বন্যা দেখা দিতে পারে এমন আশংকা রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা